মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা মাধবদী শাখার বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ অক্টোবর সকাল ৯ টায় মাধবদীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর মীম আতিকুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মোঃ আসলাম মিয়া। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ। অনুষ্ঠানে সবক প্রদান করেন হুফ্ফাজুল কুরআন সংস্থা বাংলাদেশের সভাপতি ক্বারী মাওলানা ইলিয়াস লাহোরী। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা মাধবদী শাখার প্রিন্সিপাল আবু তৈয়ব। উল্লেখ্য যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন শহরে শাখা খোলে সুনামের সাথে ইসলামি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রসার ঘটিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় মাধবদী শাখাটি অভিভাবকদের আস্থায় পরিণত হয়েছে।