জাকারিয়া আল মামুন: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার দোকানীকে চারটি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার উলুখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এসময় উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী আল আমিন ও কালীগঞ্জ থানার পুলিশ সদস্যগন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় দোকানে মূল্য তালিকা না থাকা, বেশি দামে পন্য সামগ্রি বিক্রির দায়ে উলুখোলা বাজারের ব্যবসায়ী স্থানীয় বিন্দান গ্রামের বায়েজিদ হোসেনের পুত্র আক্তার হোসেনকে ১ হাজার টাকা, সেনপাড়া গ্রামের আমির উদ্দিনের পুত্র হান্নানকে ১ হাজার টাকা উলুখোলা গ্রামের সূর্য মোহনের পুত্র রবিন্দ চন্দ্রকে ২ হাজার টাকা ও রবিন্দ চন্দ্রের আরেক পুত্র গোনেন্দকে ৩ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় সহ বাজার মনিটরিং করা হয়।