সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চকরিয়া দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন চকরিয়া নব প্রজন্ম নুরানী মেধা বৃত্তি পরীক্ষা ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক-৪ কালীগঞ্জে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী কর্তৃক মসজিদে গুলি মুসুল্লিদের প্রতিবাদ চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের পাগলা থানার বলদী খাঁ পাড়ায় নিজ অর্থায়নে রাস্তা পুণঃনির্মান করছেন বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা কাপাসিয়ায় বিজয় দিবসে জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান  কালীগঞ্জে জাতীয়তাবাদী দলের (বিএনপি) র‌্যালির মাধ্যমে বিজয় দিবস উদযাপন কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

কালীগঞ্জে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গাজীপুরে নবাগত ডিসির মতবিনিময়

D News 24 ডেস্ক : / ৮১ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৪:৫০ অপরাহ্ণ

জাকারিয়া আল মামুন, গাজীপুরে নব যোগদানকৃত প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফিন মতবিনিময় করেছেন কালীগঞ্জ উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সাথে। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মির সঞ্চালনায় এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলকে ধন্যবাদ জানায়ে  প্রতি সেক্টর থেকে একজন করে বক্তব্য রাখার জন্য বলেন। গণমাধ্যম কর্মীর পক্ষ থেকে কালীগঞ্জ থানা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এবং দৈনিক দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মুহাম্মদ নোমান মতবিনিময় অনুষ্ঠানে বলেন কালীগঞ্জের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থবির হয়ে আছে। মাদকের তৎপরতা ও সন্ত্রাসী কর্মকান্ড ব্যাপক হারেবেড়ে গেছে। যার দরুন খুন, সহিংসতা হচ্ছে। যানজটের কারনে রাস্তায় চলা অনুপোযোগি। পাশাপাশি বাজার সহ বিভিন্ন সরকারি জমি অবৈধ দখল হয়ে আছে, এ সকল স্থাপনা তড়িৎ গতিতে উচ্ছেদের জন্য ডিসি মহোদয়কে অবগত করেন। পাশাপাশি কালিগঞ্জের জমি রেজিস্ট্রি খরচ এর উৎস কর প্রতি কাটায় ২০ হাজার টাকা হওয়ায় কালীগঞ্জের সরকারি রাজস্ব কমে গেছে এবং জমি বিক্রি করতে পারতে না বললেই চলে এতে করে কালীগঞ্জের সাধারণ মানুষের ব্যাপক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে দুইজন ছাত্র , শিক্ষক প্রতিনিধি, কালীগঞ্জ পূজা উযাপন কমিটির সভাপতি, বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক কালিগঞ্জের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। কালিগঞ্জের সাবেক মেয়র লুৎফুর রহমান কালীগঞ্জের পৌরসভার বিভিন্ন সমস্যার তুলে ধরেন। জামায়াতে ইসলামের উপজেলা আমির মাহমুদুল হাসান বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। কালীগঞ্জের উপজেলা বিএনপি’র সভাপতি হুমায়ুন মাস্টার সমসাময়িক রাজনৈতক বিভিন্ন সমস্যা ও কালিগঞ্জের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং কালিগঞ্জ থেকে গাজীপুর জেলায় যাওয়ার রাস্তাটি যাতায়াতের অনুপযোগী তাই তরিৎ গতিতে মেরামত করার জন্য অনুরোধ জানান। সকল দলের নেত্রীবৃন্দু জেলা প্রশাসককে আস্বাস প্রদান করেন সবাই জেলা প্রশাসককে সার্বিক সহযোগিতা করবেন। কালিগঞ্জের উন্নয়নের স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ যে কোন বিষয়ে সহযোগিতা চাইলে উনারা করতে প্রস্তুত। এরকম মতবিনিময় সভা আরো আয়োজন করার জন্য বলেন। পাশাপাশি সুশীল সমাজসহ কালিগঞ্জের সর্বস্তরের জনগণ ব্যাপকভাবে মতবিনিময় করার অনুরোধ রাখেন। এ সময় জেলা প্রশাসক নাফিসা আরেফিন বলেন, স্থানীয় প্রশাসন সহ সকলকে সাথে নিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে মানুষের জন্য কাজ করতে চাই এবং অল্প সময়ের মধ্যেই কার্যক্রম শুরু করবেন বলে জানান তিনি। উপজেলা পরিষদ, পৌরসভা, থানা, ভূমি অফিস সহ সকল প্রতিষ্ঠান জনগণের। এখান থেকে জনগণ সব সময় সেবা পাবেন। জনগণ যাতে প্রতিষ্ঠানে আসতে ভয় না পায়।  সকল অফিসারকে সঠিক সেবা দিতে হবে। আমরা যারা বিভিন্ন পর্যায়ে চাকুরীতে কর্মরত আছি আমরা চলে গেলে যাতে জনগণ বলে তিনি ভালো মানুষ ছিলেন।  এ সময় উপস্থিতি ছিলেন কালীগঞ্জ উপজেলায় কর্মরত সকল সরকারী কর্মকর্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী তাজুল ইসলাম, সহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। সকল কর্মকর্তা, প্রমুখ। গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট জনাব, নাফিসা আরোফীন প্রধান অতিথি হিসাবে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর জন্য ভিক্ষুকদের কে রিক্সা উপহার দেন এবং কালীগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি বিসিএস ২৪ ব্যাচের। গত ১১ সেপ্টেম্বর ২০২৪ তিনি গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট (ডিসি) হিসাবে গাজীপুর যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর