গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধে
চলচ্চিত্র অভিনেতা ও বিএনপি নেতা টুলুর বিরুদ্ধে থানায় মামলা
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে চলচ্চিত্র অভিনেতা ও কাজী আজিমউদ্দিন কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা এ. এম আশরাফ হোসেন টুলুর বিরুদ্ধে তার আপন বড় ভাই মারপিট, ভাংচুর এবং মোবাইল চুরির অভিযোগে থানায় মামলা দায়ের করেন।
সম্প্রতি এ. এম আশরাফ হোসেন টুলু গাজীপুর মহানগরের সদর মেট্রো থানা এলাকার নোয়াগাঁও মৌজায় তার বড়ভাইয়ের প্রায় ২০ কাঠা জমি দীর্ঘদিন জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করে আসছে বলে জানা যায়। পরবর্তিতে বড় ভাই এ. এম সামছুল হুদা জমি অন্যত্র বিক্রির উদ্দেশ্যে বায়না রেজিষ্ট্রি করে। এর ফলে ক্ষীপ্ত হয়ে ছোট ভাই চলচ্চিত্র জগতের তখন অভিনেতা ও স্থানীয় বিএনপি নেতা আশরাফ হোসেন টুলু দলবল নিয়ে বড় ভাই শামছুল হুদা,মেয়ে ফিরোজা বেগম, ছেলে রেজানুল হুদা ও জমি ক্রেতা রাকিবুলের দুটি প্রাইভেট কার আটকিয়ে আতর্কিত হামলা করে।
ওই হামলায় গাড়ি ভাঙচুর, মোবাইল, নগদ টাকা ছিনতাইসহ বেধড়ক মারপিট করে বলে অভিযোগ উঠেছে সাবেক এই বিএনপি নেতা ও চলচ্চিত্র অভিনেতা আশরাফ হোসেন টুলুসহ তার দলবলের বিরুদ্ধে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জনাকীর্ণ জয়দেবপুর রাজবাড়ি রোডে ভূমি অফিসের সামনে ঘটনাটি ঘটে। এ বিষয়ে এলাকায় ব্যাপক তোলপাড় ও আলোড়ন সৃষ্টি হয়। ঘটনাটি “‘টক অব দ্যা গাজীপুর সিটি” বলে মূহুর্তে ছড়িয়ে পড়ে সারা এলাকায়।
অবশেষে বুধবার দিবাগত রাতে বড়ভাই শামসুল হুদা বাদী হয়ে ছোটভাই আশরাফ হোসেন টুলুকে প্রধান আসামি করে তিন জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। অন্য অভিযুক্তরা হলেন ভাতিজা ফাইজুস সালেহীন শ্রেয়ান ও অপর ছোটভাই মোশাররফ হোসেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বড় ভাই শামসুল হুদা গাজীপুরের বাইরে বসবাস করায় তার নামে রেকর্ডকৃত প্রায় ২০ কাঠা জমি জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করে আসছিল ছোট ভাই টুলু ও মোশাররফ হোসেন। বিভিন্ন সময় হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখিয়ে বড় ভাইকে জমি ভোগদখলে যাইতে দিচ্ছিলনা তারা। উপায়ন্তর না দেখে বড়ভাই জমি বিক্রির চেষ্টা করলে সেখানেও নিয়মিত বাধা দিত তারা। এমতাবস্থায় চলতি বছরের আগষ্ট মাসের ১২ তারিখে নারায়ণগঞ্জের জনৈক রাকিবুল হাসানের নিকট বাদী শামসুল হুদার নামের ওই রেকর্ডকৃত জমি বায়না রেজিষ্ট্রেশন করে দেয়। ফলে ক্ষীপ্ত হয়ে মঙ্গলবার ছোটভাই আশরাফ হোসেন টুলু তার দলবলসহ বড়ভাই ও জমি ক্রেতার গাড়ি আটকিয়ে গাড়ি ভাঙচুর, নগদ টাকা, আইফোন ছিনতাই নিয়ে যায়। এসময় বড়ভাই শামসুল হুদা তার ছেলে রেজানুল হুদা, মেয়ে ফিরোজা বেগম এবং জমি ক্রেতা রাকিবুল হাসানকে বেধড়ক মারধর করে তারা।
এবিষয়ে আশরাফ হোসেন টুলু বলেন, এটা আমাদের পারিবারিক বিষয়। আমার বড় ভাই এ. এম সামছুল হুদা জমি বিক্রি করবে বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন। টাকা নিয়ে সে আমাদেরকে রেজিষ্ট্রি না অন্যত্র জমি বিক্রির পায়তারা করছে। হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন আমরা উনার উপর হামলা করিনি, উল্টো তারাই আমার উপর হামলা করেছে এবং এসময় তিনি আহত হয়েছেন।
মামলার সত্যতা নিশ্চিত করে গাজীপুর সদর মেট্রো থানার ওসি আরিফুর রহমান জানান, এবিষয়ে অভিযোগের ভিত্তিতে চলচ্চিত্র অভিনেতা এ. এম আশরাফ হোসেন টুলু গংদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দ্রুত মামলার তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়া হবে।