মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে পৃথকভাবে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্ঠার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লে.জেনারেল (অব.) আব্দুল হাফিজ ও ঢাকা বিভাগের অতিরিক্ত ডিআইজি জাহিদুল হাসান। গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত মাধবদীতে অবস্থিত কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তারা পূজা উৎযাপন কমিটির লোকজনদের সাথে কথা বলে কোনো সমস্যা আছে কিনা জানতে চান। পাশাপাশি পূজা উৎযাপন করতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে বলে জানান। এসময় সাথে ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন, নরসিংদী সদর সার্কেল শহিদুল ইসলাম সোহাগ, নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিন, ওসি তদন্ত মোঃ এনামুল হক, নরসিংদী জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনু, বিএনপি নেতা মোঃ মফিজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক, জামায়াত নেতা আবু সাঈদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেতা মোঃ সোহাগসহ বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীগণ।