কাপাসিয়া ( গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন: গাজীপুরের ঐতিহ্যবাহী দুই প্রতিষ্ঠান 'কাপাসিয়া ডিগ্রি কলেজ' ও 'বঙ্গতাজ কলেজের গভর্ণিং বডির অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলার সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। অপর দিকে কাপাসিয়া ডিগ্রি কলেজ গভর্ণিং বডির অ্যাডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনের প্রেক্ষিতে কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানাযায়। আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার বাধ্যবাধকতা রয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। কাপাসিয়া ডিগ্রি কলেজ ও বঙ্গতাজ কলেজের অ্যাডহক কমিটির নব নির্বাচিত সভাপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ও কাপাসিয়া ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য খন্দকার আজিজুর রহমান পেরাকে বিভিন্ন মহল অভিনন্দন জানিয়ে বলেন, তাদের নেতৃত্বে কলেজে শিক্ষার গুনগত মান উন্নয়ন হবে।