জাকারিয়া আল মামুন, গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্য করার দায়ে পৃথক পৃথক স্থানে ০৩ (তিন) জনকে ৯,০০০/- (নয় হাজার) টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রোববার (০৬ অক্টোবর ) বিকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ইমাম রাজী টুলু এর নেতৃত্বে পুলিশ সদস্যসহ কালগিঞ্জ পৌরসভার কালীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সরকার (পৌরসভা আইন) ২০০৯ এর ১০৯ ধারায় ০২ টি মামলায় ৪,০০০/- এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১টি মামলায় ৫০০০/- জরিমানা করা হয়। সর্ব মোট ০৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এস.এম ইমাম রাজী টুলু। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ইমাম রাজী টুলুর সাথে সর্বক্ষন সাথে ছিলেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা হুমায়ূন শিকদার, বেঞ্চ সহকারি আলামিন ভূইয়া, কালীগঞ্জ থানার পুলিশ সদস্য। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ইমাম রাজী টুলু বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।