মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের মধ্যে অনুদান প্রদান করা হয়েছে। আজ ৫ অক্টোবর বেলা ১১টায় মাধবদীর হেরিটেজ রিসোর্টে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নরসিংদী জেলায় আন্দোলনে শহীদ ২৬ জনের পরিবারকে ১ লক্ষ টাকা ও আহতদেরকে প্রয়োজনীয়তা বুঝে ১০ হাজার, ২০ হাজার এবং ৫০ হাজার টাকা করে ২৩০ জনকে অনুদান দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সেক্রেটারী মোঃ আমজাদ হোসেন, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উপদেষ্টা মোঃ হেলাল উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট মোঃ মোশাররফ হোসেন, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, হেরিটেজ রিসোর্টের এমডি মেনহাজুর রহমান রাজু ভূইয়া, সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, ড্রীম হলিডে পার্কের এমডি প্রবীর সাহা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মোঃ কাজিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোতালিব হোসেন, মোহাম্মদ আল আমিন রহমান, মোঃ মোতালিব হোসেন, এনামুল হক মনির, হাসিব আহমেদ মোল্লা, আসাদুজ্জামান প্রমূখ।