নিউজ ডেস্ক: শনিবার (২৮ সেপ্টেম্বর) কলেজ একাডেমি ভবনে ভোট গ্রাহনের মধ্যে দিয়ে সুপার ফাইভ নির্বাচিত হয়, এবং বৃহস্পতিবার (৩ অক্টোবর) একটি পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করেন অত্র সংগঠনের উপদেষ্টা মণ্ডলী। তিতুমীর কলেজে পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের ২০২৪-২৫ সেশনের জন্য আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির মেয়াদ এক বছর। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবু বকর, যিনি বর্তমানে অর্থনীতি বিভাগে মাস্টার্স শেষ বর্ষে (২০২২-২৩ সেশন) অধ্যয়নরত। তার বাড়ি পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায়। সাধারণ সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মোঃ হেলাল উদ্দিন, যিনি বর্তমানে বাংলা বিভাগে অনার্স ৪র্থ বর্ষে (২০১৯-২০ সেশন) পড়ছেন।তার বাড়ি, জেলার মঠবাড়ীয়া উপজেলায়। সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাল, সরকারি তিতুমীর কলেজের (২০২০-২১) সেশনের ইতিহাস বিভাগ এর শিক্ষার্থী, পিরোজপুর জেলা মঠবাড়িয়ার উপজেলার কৃতিসন্তান।
কমিটি গঠনের উদ্দেশ্য হিসেবে জানানো হয়েছে, পিরোজপুর জেলার শিক্ষার্থীদের সহযোগিতা, উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এই পরিষদ দীর্ঘদিন ধরে তিতুমীর কলেজে পিরোজপুর জেলার শিক্ষার্থীদের শিক্ষা ও অন্যান্য সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবগঠিত কমিটি শপথ গ্রহণের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করবে। ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ আশাবাদী যে, এই কমিটি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে এবং ছাত্রদের মাঝে ঐক্য বজায় রাখতে সহায়ক হবে।
নব-নির্বাচিত সাভাপতি, সম্পাদকের বক্তব্য
নবনির্বাচিত সভাপতি মোঃ আবু বকর তার বক্তব্যে বলেন, "আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সবাই একত্রিত হয়ে পিরোজপুর জেলার ছাত্রদের উন্নয়নের জন্য কাজ করবো। এবং সাধারণ ছাত্রদের সকল ধরনের সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব।"
সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন বলেন, "এই দায়িত্ব আমার জন্য বড় সম্মানের। আমি চেষ্টা করব ছাত্রদের প্রত্যাশা অনুযায়ী তাদের বিভিন্ন সমসাময়িক সমস্যার সমাধান সহ সব সময় তাদের পাশে থেকে শিক্ষার্থীদের মধ্য ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে তিতুমীরস্থ পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ একটি আদর্শিক সংগঠন হিসাবে তিতুমীরের বুকে তুলে ধরব ইনশাআল্লাহ।