মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মাধবদী পৌরসভার সাবেক মেয়র মোঃ ইলিয়াছের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ অক্টোবর সন্ধ্যায় মাধবদী প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা সভাপতিত্ব করেন মাধবদী প্রেসক্লাবের সভাপতি এড. আবুল হাসনাত মাসুম। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জসিম উদদীন ভুইয়া(ভিপি জসিম), সাপ্তাহিক সমাচারের প্রকাশক ও সম্পাদক এ কে ফজলুল হক, মাধবদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, সহ সভাপতি মশিউর রহমান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, কোষাধ্যক্ষ মুহাম্মদ মুছা মিয়া, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মোঃ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক দিনার, সদস্য জিএম ওহাব, কাজী জয়নাল আবেদীন, সুমন চন্দ্র পাল, মোঃ ছবির মিয়া, হুমায়ুন কবির প্রমূখ।