পর্যটন শান্তির সোপান”এই পতিপাদ্য বিষয়কে ধারন করে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসন চত্তরে আয়োজিত র্যালীটি গাজীপুর শহরের প্রধান সড়ক পদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের এসে শেষ হয়। এসময় র্যালীতে গাজীপুর ট্যুরিস্ট ক্লাব, মনছবি ট্যুরিজমসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন।
র্যালী শেষে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালমা খাতুন। এসময় আলোচনায় অংশ গ্রহণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, গাজীপুর ট্যুরিষ্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রিন্সিপাল হুমায়ুন কবির, গাজীপুর ট্যুরিষ্ট ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ রানা, টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর আবুল ফজল মোঃ আহাদ, ফিফা’র রেফারী আলমগীর হোসেন সরকার, গাজীপুর ট্যুরিস্ট ক্লাবের কোষাধ্যক্ষ মেহেদী হাসান সীরাজ, ধারা ভাষ্যকার এন আই বাবু ও টুরিস্ট ক্লাবের সাংগঠনিক সস্পাদক শামীম মোহাম্মদ প্রমুখ।
আলোচনা সভার অতিথিরা তাদের বক্তব্যে, ইতিহাস-ঐতিহ্য ও প্রকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গাজীপুরকে পর্যটন বিকাশে সমন্বিতভাবে কাজ করার ঘোষণা প্রদান করেন।
###