স্টাফ রিপোর্টার: শায়েস্তাগঞ্জের বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের স্বাক্ষর জাল করে রেলওয়ের এক চতুর্থ শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষার্থীরা থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন।
জানা যায়, গত ২ আগস্ট শায়েস্তাগঞ্জের ১০ জন শিক্ষার্থী রেলওয়ের ৫ জন দুর্নীতিবাজ কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে রেলপথ উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে লিখিত দায়ের করেন। তারা হলেন, পিডব্লিউআই সাইফুল্লাহ রিয়াদ, সাইদুর রহমান, কবরী রানী দাস, মজনু খান এবং মহারাজ মিয়া। পরবর্তীতে ওই শিক্ষার্থীদের স্বাক্ষর জাল করে রেলের কার্পেন্টার জুনায়েদ মিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান এবং এই বিষয়ে সাধারণ ডায়েরি করবেন বলে জানান।
এ বিষয়ে শিক্ষার্থী আলাউদ্দিন জানান, আমরা রেলের দুর্নীতি এবং ও নিয়মের জড়িত আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। জুনায়েদ মিয়া নামে কোন কার্পেন্টারের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করিনি। আমাদের স্বাক্ষর জালিয়াতি করে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে শীঘ্রই জিডি করব।
অভিযোগের বিষয়ে জুনায়েদ মিয়া বলেন, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও রেল প্রশাসন এর কাছে রেলের বেশকিছু দূর্নীতিবাজ দের নাম প্রকাশ করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্রদের স্বাক্ষর জাল করে যে বা যাহারা এই ষড়যন্ত্র করেছে তাহাদের কে আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ করছি।