মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) নরসিংদীঃ নরসিংদীর মাধবদী থানা এলাকায় অবস্থিত পূজা মন্ডপগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক ও থানা এলাকায় পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মাধবদী থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাধবদী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিনের আহ্বানে আজ ১৯ সেপ্টেম্বর দুপুর ১২ টায় মাধবদী থানার হলরুমে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এস আই মোজাম্মেল হক, মাধবদী পৌরসভা পূজা উৎযাপন কমিটির সভাপতি অঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র ঘোষ, মাধবদী শ্রী শ্রী গৌর নিতাই আখরাধামের পরিচালক মনোরঞ্জন সুত্রধর, সুজিত রায়সহ থানা এলাকায় অবস্থিত প্রায় ৩৮ পূজা মন্ডপের পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। সভায় নামাজের সময় সাউন্ড সিস্টেম বন্ধ রাখার আহ্বান জানান পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ। আইন শৃঙ্খলা যেন স্বাভাবিক থাকে সে বিষয়েও আলোচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়।