গাজীপুর সিটির ৩০নং ওয়ার্ড নীলের পাড়া পুরাতন জামে মসজিদে মক্তবের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন তিলাওয়াতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মসজিদ প্রাঙ্গণে প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
মসজিদের ইমাম আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও অত্র মসজিদের সাধারণ সম্পাদক কামাল হোসেন বাবুল।
এসময় আরো বক্তব্য বক্তব্য রাখেন, মসজিদের কোষাধক্ষ্য মোঃ মাহবুব আলম পালোয়ান, নির্বাহী সদস্য আব্দুর রশীদ ভূইয়া , সদস্য বিল্লাল হোসেন চাঁদপুরী, প্রবীণ সদস্য আব্দুল আওয়াল ভূইয়া।
আলোচনা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়েছে।