জাকারিয়া আল মামুন, গাজীপুরের কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগীতায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে তাসনিম ঊর্মি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর-ই-এলাহী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীব, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন প্রমূখ। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, কালীগঞ্জ পৌরসভার সচিব মো. মিলন মিয়াসহ উপজেলায় বিভিন্ন দফতর প্রধান, শিক্ষক, এনজিও প্রতিনিধি, স্থাণীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।