মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদী মেহেরপাড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারকে সমবেদনা প্রকাশ ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর বেলা ১১টায় মাধবদীর মেহেরপাড়ায় ভগীরথপুর শাহী ঈদগাহ মাঠে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলার সাবেক এমপি, বিএনপির স্থায়া কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এসময় তিনি অন্তরবর্ত্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই। কারণ পরিস্থিতি চিন্তা করে এই সময় তাদের দেওয়া উচিত। তবে যৌক্তিক সময় কতদিন হবে তার নির্দিষ্ট সময় হয়তো তারা বা আমরা বলতে পারব না। কিন্তু যৌক্তিক সময় সম্পর্কে সকলেরই ধারনা আছে। আমরা সৈরাচারী হাসিনা সরকারকে আর ক্ষমতায় দেখতে চাইনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ। মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন (ভিপি মনির) ও মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার প্রমূখ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ড. আব্দুল মঈন খান আন্দোলনে নিহত আরমান মোল্লা, নাহিদ, আব্দুর রহমান ও রাব্বির পরিবারের কাছে নগদ অর্থ সহযোগিতা করেন।