জাকারিয়া আল মামুন, গাজীপুরের টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জের দেওপাড়ায় মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের দুইজন সহ চারজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫) এবং ফুলদী গ্রামের জনব আলীর ছেলে তমিজ উদ্দিন (৪০)সিএনজি চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। এছাড়াও প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় সিএনজি চালকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। সিএনজি চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেজিনা আফরিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়াও মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে। ঘটনায় নিহতর স্বজনদের ও স্থানীয়দেন নিকট থেকে জানা যায়। সিএনজি চালিত অটোরিক্সা চালক টঙ্গী থেকে পাঁচদোনা যাওয়ার সময় কালিগঞ্জ দেওপাড়া মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন বাইপাস রাস্তায় আসার পর বিপরীত দিক থেকে আসা কালীগঞ্জে অবস্থিত আর,এফ,এল কোম্পানির, ঢাকা মেট্রো-উ-১২-৪০৭৭ এর একটি কাভার্ডভ্যান অটোরিকশায় ধাক্কা দিয়ে চালক পালিয়ে যায়। ঘটনাস্থলে অটো রিক্সাটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা নিহতরা হলো, নরসিংদীর শিবপুর উপজেলার আখরাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০) ও ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫), গাজীপুরের নোয়াগাঁও অষ্টগণ কলোনির সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরা সদরের হাজিপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল (৩৫)। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও স্থানীয়রা হাসপাতালে নেয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন বলেন কালিগঞ্জ থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠাই, তারা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন এবং রাস্তার যানজট ক্লিয়ার করে গাড়ি চলাচলের ব্যবস্থা করে মরদেহ কালিগঞ্জ থানায় নিয়ে আসেন। নিহত হওয়া ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। তাদের পরিবার ও আত্মীয়-স্বজন থানায় এসেছে। আইনি ব্যবস্থা শেষে তাদের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে ।