জাকারিয়া আল মামুন, গাজীপুরের কালীগঞ্জে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সমাজে অন্তর্ভুক্তি’ শীর্ষক মতবিনিময় সভা ১১ই সেপ্টেম্বর বুধবার কালীগঞ্জ উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা কারীতাস এর এসডিডিবি প্রকল্প ঢাকা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা ফরিদ আহম্মদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং মাদকের বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মনজুর এলাহী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইউসুফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন জুনিয়র কর্মসূচি কর্মকর্তা নির্ণয় শর্মা, এনিমেটর জয়ন্ত মজুমদার, সহকারী মাঠকর্মকর্তা শিপ্রা রোজারিও এবং সহকারী মাঠকর্মকর্তা রকি প্রদান। এ সময় উপস্থিত প্রবীণ ও প্রতিবন্ধী থেকে প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিরা বর্তমান প্রেক্ষাপট নিয়ে তারা তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন।বক্তরা বলেন, সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তির মাধ্যমে বর্তমানে জীবন মান উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এখনো যারা এই সুযোগ সুবিধার আওতায় আসতে পারেনি তারা কিভাবে আরো সহজভাবে দ্রুত সময়ের মাধ্যমে পেতে পারেন সে চেষ্টা করে যাচ্ছেন। তারা বলেন, বর্তমানে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আর এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠাগুলোও অগ্রনী ভূমিকা পালন করছেন, তারা বাংলাদেশ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ বাস্তবায়ন করছেন যা দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।