মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ ৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় মাধবদী এসপি স্কুল মাঠে (১) জুলাই হত্যাকান্ডের বিচার এবং গত ১৬ বছরে সংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা, গুম ও মানবাধিকার লংঘনের বিচার। (২) দুর্নীতিবাজ ও বিদেশে অর্থপ্রাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা এবং বিদেশে প্রাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ। (৩) নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব(পিআর) নির্বাচন চালু। (৪) ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদের দাবীতে গণসমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম। গণ সমাবেশে সভাপতিত্ব করেন মাধবদী থানা ইসলামী আন্দোলনের সভাপতি ক্বারী আবুল কাশেম। মাধবদী থানা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মুহাম্মাদ আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সভাপতি আশরাফ হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব মোল্লা, সেক্রেটারি মাওলানা মুসা বিন কাসিম, জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ রাকিবুল হাসান রাজিব, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি জয়নুল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুফতি সাইদ আহমাদ সরকার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য বি.এম মাহদী আল-হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুহাম্মদ খাইরুল কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আওয়াল মুন্সি, সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি মুহাম্মদ ইউনুস ভূঁইয়া, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল মোমেন মাষ্টার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি মুহাম্মদ শাখাওয়াত হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি আব্দুল আওয়াল সাহেব এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি মুহাম্মদ আরিফুর রহমান।