নিজস্ব প্রতিবেদক, পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে পর্দা ব্যাংকের নিজস্ব কার্যালয় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা জানান, আমাদের চাকরি পুনর্বহাল করতে হবে। এ সময় মানববন্ধনের সমন্বয়ক ও পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা নাসিমা আক্তার বলেন, আমরা এক দফা দাবিতে পদ্মা ব্যাংকের চাকুরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন করছি। আমাদের দাবি হলো চাকরি ফেরত ও ছাঁটাই হওয়া বন্ধ করতে হবে। তিনি বলেন, আমরা যারা এখানে এসেছি তারা সবাই করোনা মহামারির সময় চাকরি হারিয়েছি। এর জন্য দায়ভার পর্দা ব্যাংকের চেয়ারম্যান ও অন্যান্য এমডিরা। মানববন্ধনে তিনি বলেন, বর্তমান এই ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত কোটি কোটি টাকা বিদেশে পাচার ও লোপাট করেছে এজন্য তাকে অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে জোর দাবি জানাচ্ছি। এই অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে পদ্মা ব্যাংকের সাবেক শতাধিক কর্মী মানববন্ধনে অংশ নেন। এর আগে চাকরি ফেরত চেয়ে পদ্মা ব্যাংকের কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।