গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে মডেল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি পলিটেকনিকের পরিচালক প্রফেসর ইঞ্জি: মোহা: আব্দুল মান্নানের পদত্যাগ দাবিতে সোমবার সকালে ছাত্র-শিক্ষকরা প্রতিষ্ঠানে তালা মেরে সড়ক অবরোধ করে।
জানা যায়, শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে বেতন-ভাতার দাবি করা হলে প্রতিষ্ঠান প্রধান পরিচালক প্রফেসর মান্নান সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্টের মাধ্যমে শিক্ষক প্রতিনিধিদের মামলা এবং চাকরিচ্যুত করার হুমকি দেন। তারই প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন এবং নগরীর জয়দেবপুর শিমুলতলী সড়ক অবরোধ করেন।
এসময় মালিক পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর ডঃ মুহাম্মদ সিরাজুল হক মোল্লা।
এছাড়া আরো বক্তব্য প্রদান করেন শিক্ষক কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমির হাসানাত খান পাঠান, ইঞ্জিনিয়ার রেজাউল করিম ও ইকবাল মাহমুদ। ইঞ্জিনিয়ার মোঃ সজিব খান ইঞ্জিনিয়ার মোঃ বশির ও ইঞ্জিনিয়ার আবু নোমান প্রমুখ।
আন্দোলন বলেন, আমাদের প্রতিষ্ঠানে এতদিন শিক্ষক-কর্মচারীদের পক্ষে কথা বললেই চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের দীর্ঘদিনের বেতন-ভাতা বকেয়া রাখা হয়েছে। এ পর্যন্ত ৬টি ঈদের বোনাস দেওয়া হয়নি। বেশ কয়েক বছর ধরে ইনক্রিমেন্ট দেওয়া হয়নি। আমরা রোববার সবাই সম্মিলিতভাবে প্রতিষ্ঠানের প্রধান প্রফেসর মান্নানের কাছে লিখিত দাবি জানাই। তিনি আমাদের সঙ্গে ওই দিন বিকালে মিটিং করার কথা বলে উপস্থিত না হয়ে ফেসবুকে পোস্ট দিয়ে শিক্ষকদের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন। তারই প্রতিবাদে আমরা আজ রাস্তায় নেমে এসেছি। আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে কেউ এসে আমাদের এই সমস্যা সমাধান করেন।