নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালীগঞ্জে ঘরের তালা ভেঙ্গে মালামালসহ ষ্টিলের আলমিরা চুরি করে বিবাদী নিজ ঘরে নিয়ে তালা মেরে রাখে। ফাঁড়ির ইনচার্জ আলমিরা পেয়ে জনসম্মূখে তালাবদ্ধ করে চাবিটি ইউপি সদস্যর নিকট হেফাজতে রেখে মামলা নিতে গরিমশি, ওসির কাছে অস্বীকার, পূন তদন্তে মামলা দায়ের। ঘটনাটি ঘটেছে গত শনিবার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা এলাকায়। বাদীর অভিযোগে জানা যায়, চুরির অভিযোগে মালামাল সনাক্ত করার পর বারংবার থানায় গেলেও ফাঁড়ির তদন্ত র্কমর্কতা রহস্যজনক কারনে তথ্য গোপন করে আলমিরা উদ্ধারের বিষয়টি ধামাচাপাদিতে চেষ্টা করে। তবে তাদের জমি সংক্রান্ত বিক্রয় এ ঝামেলা চলছে বলে জানান তিনি। মামলার বাদী তৈহিদুর রহমান জানান, অভিযোগটি চুরির থাকলেও এসআই মধুসুদন পান্ডে জমি সংক্রান্ত বলে রহস্যজনক কারনে মূল ঘটনা আড়াল করে ও চুরির বিষয়টি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেন। গত সোমবার রাতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহতাব উদ্দিন উলুখোলা ফাঁড়ির ইনচার্জ মধুসুদন পান্ডেকে ৫/৬ বার মোবাইল করে থানায় আসতে বল্লেও তিনি বৃদ্ধাংগুল প্রদর্শণ করে কোন সাড়া দেন নাই। পরের দিন ওসি কালীগঞ্জ তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে এসআই কামালকে দায়িত্ব দেন। তিনি ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদে ও আলমিরা বিবাদীর ঘরে থাকার বিষয়টি সত্যতা পান এবং গত মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানায় চুরির মামলা দায়ের করা হয় যার নং ২৪(৫)২৪, তাং ২০ মে ২৪ইং। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহতাব উদ্দিন জানান, অভিযোগ তদন্তে বাদীর আপত্তি থাকায় পূনরায় তদন্তের জন্য অন্য র্কমকর্তাকে দায়িত্ব প্রদান করেন। পরে ঘটনার সত্যতা পাওয়ায় মামলাটি রুজু করা হয়েছে। এ বিষয়ে উলুখোলা ফাড়ির ইনচার্জ এসআই মধুসূদন পান্ডেকে মোবাইলে খুদে বার্তা দিলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। এ বিষয়ে স্থানীয় নাগরী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান ও চাঁন মিয়ার স্বীকারোক্তিমূলক ভিডিও ফুটেজ রয়েছে। স্থানীয়দের অভিযোগ এলাকাটি র্পূবাচল সংলগ্ন থাকায় জমির মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই জমি সংক্রান্ত বিরোধ দখল হামলা মামলা চলে আসছে। বিজ্ঞ-আদালতকে উপেক্ষা করে এসআই মধুসুদন পান্ডে উলুখোলা ফাঁড়িতে জমির মামলা নিয়ে বিচারের আয়োজন করাটা নিত্যদিনের ব্যাপার। সেই বিচার ও জমি দখল নিয়ে তিনি অভিনব কৌশল অবলম্বন করে থাকেন উলুখোলা ফাঁড়ির ইনচার্জ মধুসূদন পান্ডে বলে অনেকে জানান। এ ছাড়া এলাকায় মারামারি ও মাদকে সয়লাব হয়েগেছে।