সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ৬ দফা দাবিতে ইউনিলিভার শ্রমিকদের মানববন্ধন  কাপাসিয়ায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গনে মুচি বাড়ি নদী গর্ভে বিলীনের পথে কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩জনকে অর্থদণ্ড গাজীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সচিব রেজাউল মাকছুদ জাহেদী মাধবদীতে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে অনুদান প্রদান বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির মতবিনিময় সভা তিতুমীরস্থ পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা, আবু বকর সভাপতি, হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক এবং মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক  কাপাসিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন মালয়েশিয়া যাওয়া কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া

কালীগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ

কাজী মোঃ আব্দুল মান্নান / ৬৮ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ৪ মে, ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি : আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের আব্দুল আজিজ পালোয়ানের ছেলে এম এ সাদ্দাম হোসেন (৩৭) কে শনিবার সকালে স্থানীয় বড়গাঁও বাজার গরুর হাটে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কতিপয় উশৃঙ্খল ব্যক্তিবর্গ প্রচারণায় বাধা দিয়ে মারপিট করে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়- শনিবার সকাল ৮ টার দিকে এম এ সাদ্দাম হোসেন বড়গাঁও গরুর হাট এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করলে আঃ হেকিম ফরাজী (৬২), বাদল পালোয়ান (৫৮), সাইদুর (৩৫), মোমেন (৪২), সাইদুল্লাহ শেখ (৬৫), সোহেল (৪০), মোঃ মামুন (৩৫) ও শরিফুল ইসলাম (৬০)সহ ১৫/২০ জন বিবাদী দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে তার নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে। ওই সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে ৮নং বিবাদী পাশ^বর্তী রাথুরা গ্রামের আঃ আলী মাস্টারের ছেলে শরিফুল ইসলামের নির্দেশে ১নং বিবাদী আব্দুল হেকিম ফরাজী চেয়ার নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা করে। হামলায় প্রার্থীর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম সৃষ্টি হয়। ঘটনার এক পর্যায়ে হামলাকারীরা প্রার্থীর ড্রাইভারকে বাজারের কাচারি ঘরে নিয়ে তালা দিয়ে আটকে রাখে। এতে বাজার অঙ্গণে ব্যপক হট্টগোল সৃষ্টি হলে এবং বিভিন্ন লোকজন ঘটনাস্থলে আসতে থাকলে হামলাকারীরা প্রার্থী ও তার কর্মী-সমর্থকদেরকে প্রকাশ্যে ওই এলাকায় নির্বাচনী প্রচার না করার আহবান জানিয়ে প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি করার হুমকী দিয়ে চলে যায়। পরবর্তী সময় প্রার্থী সাদ্দাম হোসেন কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করলে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কালীগঞ্জ থানার ওসি মাহতাব উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান- লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষ দোষিদেরকে আইনের আওতায় আনা হবে।
সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর