মোঃ আশরাফুল ইসলাম, টঙ্গী উপজেলা প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে হপলুন গার্মেন্টস এর সামনে প্রান গেলো আরো একজনের গতো কিছু দিন আগেও এক শ্রমিকের মৃত্যুতে শ্রমিকরা বিক্ষোভ ও আন্দোলন করে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে কিন্তু এক মাসের মাথায় আবারও একি ঘটনার পুনরাবৃত্তি হয়। আজ রাত ৯:৪৫ মিনিট রাস্তা পার হবার সময় এমন দূর্ঘটনা ঘটে।পরে এলাকাবাসি বিক্ষুব্ধ হয়ে রাস্তায় আগুন জালিয়ে প্রতিবাদ করে এবং গাড়ি চলাচল বন্ধ করে দেয়।
পরবর্তীতে পুলিশ এবং এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরিশেষে বিক্ষুব্ধ জনতাকে মাঝের লেন বন্ধ রাখার প্রতিশ্রুতিতে আন্দোলন কারিরা শান্ত হয়ে রাস্তা অবরোধ ছেড়ে দেয়।