নিজস্ব প্রতিবেদকঃ জমি দখল, চাঁদাবাজি , ভূমি জবর দখল ও সাধারণ মানুষের উপরে নানা অত্যাচার এর অভিযোগ এনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর নরসিংদী জেলা প্রতিনিধি শাহিন মিয়ার বিরুদ্ধে মানবনন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১২ টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে চর মাধবদী এলাকার ২শতাধিক নারী পুরুষ ও সাধারণ মানুষ এ মানবনন্ধনে অংশ নেয়।
মানবনন্ধনে ভুক্তভোগীরা বলেন, বিটিভি'র সাংবাদিক শাহিন মিয়া তার ক্ষমতা দেখিয়ে এলাকার সাধারণ মানুষের জায়গা দখল করে, সে একজন রাজাকারের নাতি হয়ে মুক্তিযোদ্ধা পরিবারের উপর অত্যাচার চালায়, এবং এর প্রতিবাদ করায় সে আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা আইসিটি মামলা দিয়ে পুলিশ দিয়ে আমাদেরকে হয়রানী করছে। এমনকি শাহিনের এসব অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সে স্থানীয় এক সংবাদ কর্মীর বিরুদ্ধে ও মিথ্যা আইসিটি মামলা দায়ের করে। একজন রাজাকারের নাতি কিভাবে বিটিভিতে চাকরি পায় প্রশ্ন রেখে মানবনন্ধন থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে শাহিনের দায়ের করা মিথ্যা আইসিটি মামলা প্রত্যাহার সহ তার অবৈধ আয়ের উৎস খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।