এনাম উদ্দিন সামী, দক্ষিণ সুরমা প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া লালাবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান ২০২৪ উপলক্ষে ক্যালেন্ডার(হাদিয়া) প্রকাশনা অনুষ্ঠান ৪ মার্চ সোমবার বাদ মাগরিব লালাবাজার ইউনিয়ন তালামীয কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
লালাবাজার ইউনিয়ন আল-ইসলাহ সভাপতি মাওঃখাইরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান,লালাবাজার ইউনিয়ন আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাওঃনুরুল হুদা শামীম,সাংগঠনিক সম্পাদক মাওঃআবুল হুসাইন,সহ গৌছ আলী,সাউথ আফ্রিকা আল ইসলাহ নেতা হাঃরফিকুল ইসলাম ফলিক, সিলেট পশ্চিম জেলা তালামীয এর সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু,দক্ষিন সুরমা থানা তালামীয এর প্রচার সম্পাদক মিজানুর রহমান লালাবাজার ইউনিয়ন তালামীয এর সভাপতি মুহাম্মদ শামছুল ইসলাম,সহ জুবায়ের আহমদ তালহা,সাধারণ সম্পাদক মারজান হুসেন ফাহিম ও অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
পরিশেষে দোয়ার মাধ্যমে অথিতিবৃন্দ ক্যালেন্ডারের মোড়ক উম্মোচন করেন।