সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চকরিয়া দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন চকরিয়া নব প্রজন্ম নুরানী মেধা বৃত্তি পরীক্ষা ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক-৪ কালীগঞ্জে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী কর্তৃক মসজিদে গুলি মুসুল্লিদের প্রতিবাদ চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের পাগলা থানার বলদী খাঁ পাড়ায় নিজ অর্থায়নে রাস্তা পুণঃনির্মান করছেন বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা কাপাসিয়ায় বিজয় দিবসে জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান  কালীগঞ্জে জাতীয়তাবাদী দলের (বিএনপি) র‌্যালির মাধ্যমে বিজয় দিবস উদযাপন কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

গণধর্ষণের শিকার স্কুল ছাত্রী, প্রভাবশালীদের তদবিরে ধর্ষণ মামলা না নেওয়ার অভিযোগ

D News 24 ডেস্ক : / ৮৯ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম,নাটোর প্রতিনিধি।

নাটোরের বড়াইগ্রামে এক স্কুল ছাত্রীকে প্রেমিক পারভেজ ডেকে নিয়ে ৬ বন্ধু মিলে পালাক্রমে করেছে ধর্ষণ। ঘটনার ১ মাস পেরোলেও ভুক্তভোগী পায়নি বিন্দুমাত্র কোন আইনী সেবা। স্থানীয় প্রভাবশালী মহল এই নৃশংস, লোমহর্ষক ও বর্বরোচিত ঘটনাটি বিভিন্ন ভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান সালিশী ডাকলেও সেখানে প্রভাবশালী মহলের ইন্ধনে অভিযুক্তরা উপস্থিত হয়নি ।

এই ধর্ষণের ভিডিও তাদের কাছে আছে, ফলে এ বিষয়ে মুখ খুললে ভিডিও ছড়িয়ে দেওয়ারও হুমকী দেয় ধর্ষণকারীরা । তবে প্রভাবশালী মহল এ ঘটনার বিচার করতে দীর্ঘসূত্রিতা করায় ঘটনার ২৬ দিন পর ২২ ফেব্রুয়ারী ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আইনে মামলা দায়ের করেন । মামলার আসামীরা হলেন, উপজেলার জোয়াড়ি আটঘরিয়া গ্রামের সাইদুল ইসলাম কেরাণীর ছেলে পারভেজ (২২), মন্টু সুপারীর ছেলে সাগর (২৩), শ্রী রনজিতের ছেলে প্রসনজিত (২২), শ্রী রতনের ছেলে জিত কুমার (২১), শ্রী পরিমলের ছেলে কৃষ্ণ কুমার (২০) ও বাগাতিপাড়ার কাজিপাড়া গ্রামের মজিবরের বাসার ভাড়াটিয়া ও আনিছ আলীর ছেলে মহন আলী (২৪)।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় বাগাতিপাড়ার একটি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী (১৫) কে জোরপূর্বক রাস্তা থেকে তুলে এনে বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের সুমন কুমার উত্তমের পেয়ারাবাগানে নিয়ে যায় । সেখানে অভিযুক্ত আসামীরা দুই ঘন্টা ব্যাপী পালাক্রমে ওই স্কুল ছাত্রীর উপর পাশবিক নির্যাতন চালায়। এতে মেয়েটি সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে মেয়েটির বাড়ির কাছে (বাগাতিপাড়া দয়ারামপুর ইউনিয়নের চিতলী গ্রামে) কাঁচা রাস্তায় ফেলে দিয়ে আসে। রাত ৮টার দিকে স্থানীয়রা রাস্তার উপর মেয়েটিকে দেখতে পেয়ে বাড়িতে খবর দেয় এবং পরবর্তীতে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী জানায়, আটঘরিয়া গ্রামের সাইদুল ইসলাম কেরাণীর ছেলে কলেজ ছাত্র পারভেজের সাথে তার প্রেমের সম্পর্ক। ঘটনার দিন সন্ধ্যার একটু আগে প্রাইভেট শিক্ষকের কাছে পড়া শেষে বের হলে পারভেজ জানায়, ‘আমাদের সম্পর্কের বিষয়ে আব্বার সাথে কথা হয়েছে। আব্বা খুবই অসুস্থ, তাই তিনি তোমাকে দেখতে চেয়েছেন।’ পারভেজের কথায় বিশ্বাস করে তার বাড়ির দিকে রওনা হলে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। পথিমধ্যে পারভেজের বাড়ির অদূরে ফাঁকা রাস্তা পার হওয়ার সময় আকস্মিক পারভেজসহ ৬ জন তাকে মুখ চেপে উঁচু করে ধরে রাস্তার পাশে পেয়ারা বাগানে নিয়ে যায় এবং সেখানে পালাক্রমে ৬ বন্ধু মিলে জোরপূর্বক ধর্ষণ করে।

নির্যাতিতা ওই স্কুল ছাত্রীর দিন মজুর পিতা জানান, মেয়েটিকে তারা অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। জ্ঞান ফেরার পর জানতে পারি তার মেয়েকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে পরস্পর ৬ বন্ধু। তিনি আরও জানান, এই ঘটনার বিচার চেয়ে জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আকবর আলী, দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহবুর ইসলাম মিঠুর কাছে গিয়েছি। কিন্তু ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও প্রধান আসামী পারভেজ এর মামা ওয়ালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মিজান এ ঘটনা ধাপাচাপা দেওয়ার জন্য প্রভাবশালী লোকজনকে টাকা দিয়ে ম্যানেজ করেছে। ঘটনা ঘটার পরেই স্থানীয় থানার দ্বারস্থ হয়েছিলাম কিন্তু ওসি সাহেব মামলা নেয়নি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, এবং বলেছে এইটা মামলা নেওয়ার মতো কোন ঘটনাই না! কোথাও কোন বিচার না পেয়ে আমার মেয়েকে নিয়ে আমি কোর্টে গিয়ে মামলা করেছি।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আকবর আলীর ( জোয়াড়ী ইউনিয়ন) কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা সম্পর্কে যতটুকু জানি ঘটনা সত্য। আমাদের যদিও বা ধর্ষণের ঘটনা নিয়ে সালিশ করার আইনগত কোন অধিকার নেই তবুও বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ ( ওসি ) র নির্দেশনায় আমি ভুক্তভোগী এবং আসামিপক্ষ কে নোটিশ করেছিলাম । সেখানে মুল আসামী পারভেজের সাথে ভুক্তভোগী স্কুল ছাত্রীর বিয়ের একটি ব্যবস্থা করতে চেয়েছিলাম কিন্তু পারভেজ সহ তার পরিবার রাজি না হওয়ায় সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে শুনেছি ভুক্তভোগী মেয়ে কোর্টে গিয়ে মামলা করেছে। সেখানে বড়াইগ্রামের স্থানীয় সাংবাদিক নাহিদসহ বেশ কিছু সাংবাদিক উপস্থিত ছিলেন তারা আমার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করেছিলেন কিন্তু আমি কোন পক্ষের কাছ থেকে টাকা নিতে না পারায় কোন সাংবাদিককে টাকা দিতে পারি নাই।

 

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিউল আযম খাঁনের কাছে জানতে চাইলে তিনি প্রথমে জানান, এ ধরণের কোন ঘটনা আমি শুনি নাই। পরবর্তীতে মেয়ের বাবার অভিযোগ অস্বীকার করে বলেন, লোকমুখে শুনেছি ভুক্তভোগী মেয়ে কোর্টে গিয়ে মামলা করেছেন । এক মামলা কয় জায়গায় হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আকবর আলীর অভিযোগ সম্পর্কে বলেন আমি এ ঘটনাই জানি না আমি কেন স্থানীয়ভাবে বসে ঘটনা মীমাংসা করার নির্দেশনা দিব! আমিতো নির্দেশনা দেওয়ার কেউ নয়।

এদিকে আদালতে মামলা দায়ের করার পর ঘটনাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নাটোর কার্যালয়কে দায়িত্ব দেওয়ার ১১ দিন পার হলেও এখন পর্যন্ত কোন কর্মকর্তা তদন্তের জন্য আসেনি। এ ব্যাপারে পিবিআই নাটোর এর পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন জানান, আজ ৪ মার্চ, এখন পর্যন্ত আদালত থেকে এ ব্যাপারে কোন নির্দেশনা আমাদের দপ্তরে এসে পৌঁছায়নি। নির্দেশনা পেলে প্রয়োজনীয় সকল দায়িত্ব পালন করবো।

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর