বাংলাদেশ সরকারি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিজিইপিএ) এর বার্ষিক বনভোজন, মিলন মেলা ও নবীন বরণ মহা ধুমধামে অনুষ্ঠিত হয়ে গেলো। শুক্রবার (১লা মার্চ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের শাহীনবাগ রিসোর্টে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত। ডাঃ আলতাফ হোসেন এর সভাপতিত্বে ও আবিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়়।
নানা আয়োজনে প্রফেসর নজরুল ইসলাম, সংসদ মেডিকেল এর সিনিয়র ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আনিসুর রহমান,মোঃ রুবেল, আনজুমান আরা বেগম, মোঃ লবলু মিয়া, মোহাম্মদ রাফি উদ্দিন রনি, মোহাম্মদ আনিসুর রহমান সহ অন্যান্যরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।