এনামুল হক:- স্টাফ রিপোর্টার।
মুড়াপাড়া ইউনিয়ন সহ রুপগঞ্জের সাধারণ জনগণের চলাচলের সুবিধার্থে আসছে মাহে-রমজান মাসকে সামনে রেখে রুপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মুড়াপাড়া বাজারের রাস্তার দুই পাশে অবৈধ ভাবে ফুটপাত দখল করে বসা দোকানপাট উচ্ছেদের অভিযানে নেমেছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন। আজ ২৮শে ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে চলে এই উচ্ছেদ অভিযান এবং এক দোকানকে জরিমানা করা হয়।
এ সময় উক্ত উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপকচন্দ্র সাহা, রূপগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস, বাজার কমিটির সভাপতি মানিক মিয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এজাজ আহমেদ, রিপন ভূঁইয়াসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।