জাকারিয়া আল মামুন
বন্ধুত্বের বন্ধনে আমরা” শ্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে জামালপুর আর এম বিদ্যাপীঠ (JRMB) এসএসসি ১৯৯২ এর প্রাণের সংগঠন CIRCLE-92, কালীগঞ্জ, গাজীপুর এর মিলন মেলা অনুষ্ঠিত হয়। বুধবার (২১ শে ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপি সুখ সাগর রিপোর্ট, নারগানা, কালীগঞ্জ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তেলোয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে মিলন মেলা অনুষ্ঠানটি শুরু হয়।
সংগঠনটির সদস্য প্রফেসর সাইদুর রহমান, আরিফ হোসেন এবং সাংবাদিক মাহবুব শেখ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বন্ধুদের স্মৃতিচারণ বক্তব্য ও অভিষেক. খেলাধুলা ও গান পরিবেশন, পরিচিতি ও ফটো সেশন অনুষ্ঠিত হয়।
এছাড়াও নুবহা জেনারেল হাসপাতাল এর ম্যানেজিং ডিরেক্টর মিলন মিয়ার সৌজন্য একটি আকর্ষনীয় মগ এবং হলিউডের টুলস এন্ড ট্রাবেলস এর সত্যাধিকারী রিপনের সৌজন্য উপস্থিত সকল বন্ধুদর মাঝে টি-শার্ট বিতরন করা হয়।
সবশেষে র্যাফেল ড্র, পুরষ্কার বিতরণ ও সম্মাননার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
উল্লেখ্য, CIRCLE-92 একটি সম্পূর্ণ অরাজনৈতিক, বন্ধু ভিত্তিক সামাজিক সংগঠন। ১৯৯২ সালে জামালপুর আর এম বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীরা এই সংগঠনের সদস্য। সুখে ও দুঃখে CIRCLE-92 বন্ধুদের পাশে দাড়ানো এবং সেই সাথে সকল CIRCLE-92 বন্ধুদের এক পতাকাতলে একত্রিত করে বন্ধুত্বের বন্ধনকে দৃঢ় করার লক্ষ্যে ২০১৭ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ।
মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এ সংগঠন সন্ত্রাস বিরোধী কার্যক্রমসহ সামাজিক ও পরিবেশ রক্ষায় সহায়ক ভূমিকা রাখছে। এছাড়াও শিক্ষামূলক বৃত্তি প্রদান, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও বিভিন্ন ধরনের ইতিবাচক প্রতিযোগিতার ও আয়োজন করে আসছে।