জাকারিয়া আল মামুন
গাজীপুরের কালীগঞ্জে আলহাজ্ব আমজাদ হোসেন স্বপন ফাউন্ডেশনের উদ্যোগে একদিনের মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত।
১৬ই ফেব্রুয়ারী শুক্রবার দিনব্যাপী নকআউট পদ্ধতিতে ১৬টি টিম নিয়ে ১ম রাউন্ডের খেলা শুরু হয়। দ্বিতীয় রাউন্ড কোয়ার্টার ফাইনালে আটটি দল, সেমিফাইনালে চারটি দল এবং ফাইনালে ২টি দল।
রাত ১০টায় কালীগঞ্জ উপজেলার পশ্চিম খলাপাড়া সরকারি হাসপাতাল সংলগ্ন মাঠে আমজাদ হোসেন স্বপন ফাউন্ডেশনের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আমজাদ হোসেন (স্বপন) এর সভাপতিত্বে ধারাভাষ্যকার মোহাম্মদ সুমন ভুইয়ার সঞ্চালনায় আমজাদ হোসেন স্বপন ফাউন্ডেশন মিনি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজিজুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহবুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন বাহাদুরসাদী ইউনিয়নের সাবেক মেম্বার রাহিজ উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক জাকারিয়া আল মামুন, সিমাজ সেবক খোরশেদ আলম, বাহাদুরসাদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাসেল, সাংবাদিক শামিম সাহরিয়ার । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মারুফ, ফারুক, রুবেল।
প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্য বলেন মাদক একটি সামাজিক ব্যাধি, মাদক মুক্ত সমাজ গড়ি, খেলাধুলায় সময় ব্যায় করি। এই ভাবে বিভিন্ন খেলাধুলার আয়োজন করলে সমাজ থেকে মাদক মুক্ত হবে।
আলহাজ্ব মোহাম্মদ আমজাদ হোসেন (স্বপন) ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আমজাদ হোসেন (স্বপন) বলেন তৃনমূলের যুবকদের নৈরাজ্য, মাদক, সন্ত্রসমুক্ত রাখার জন্য আমরা এই টুনামেন্ট এর আয়োজন করেছি, আমি মনে করি যদি এই ধারা অব্যাহত থাকে সমাজ মাদক মুক্ত হবে। তাই আমরা চেষ্টা করবো কালীগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে ধারাবাহিকভাবে এমন টুনামেন্ট এর আয়োজন করতে।
বরাইদ আদর্শ ক্রিয়া সংগ ফাইনালে পশ্চিম খলাপাড়া তরুন সংগকে ২-০ গোলে হারিয়ে জয় লাভ করে । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন, শান্ত।খেলায় এলাকার অসংখ ফুটবল ভক্ত দর্শক উপস্থিত ছিলেন।