এনাম উদ্দিন সামী সিলেট জেলা প্রতিনিধি
গত ১০ই ফেব্রুয়ারী রাতে ইলাইগঞ্জ কমর এন্ড ফরহাদ ইসলামিক একাডেমীর পার্শ্বে সাঠারিং এর দোকানে দূর্বৃত্তরা অগ্নিসংযোগ করলে সম্পূর্ণ সাঠারিং সহ ঘর পুড়ে ছাই হয়ে যায়। ইলাইগঞ্জ কমর এন্ড ফরহাদ ইসলামিক একাডেমীর বৈদ্যুতিক তার, পানির পাইড লাইন ও পানির মটর জ্বলে যায়। গত ০৫-০৬ মাস পূর্বে একাডেমীর টিউবওয়েল নিয়ে যায়। যার ক্ষতির পরিমাণ (২০-২৫) বিশ থেকে পঁচিশ হাজার টাকা।
আবার গত ১১ই ফেব্রুয়ারী রাতে দূর্বৃত্তরা সরকারী প্রতিষ্ঠান ইলাইগঞ্জ পোস্ট অফিসের জানালার গ্লাস ভেঙ্গে অগ্নি সংযোগ করে পোস্ট অফিসের ফ্যান, টেবিল, বাল্প সহ অনেক ক্ষতি করে। বেশ কয়েক মাস পূবেও পোস্ট অফিসের বেন্ডিলেটার ভেঙ্গে কম্পিউটার সহ অন্য সরঞ্জামাদি নিয়ে যায়। এতে পোস্ট অফিসের ক্ষতির পরিমাণ প্রায় (৫০) পঞ্চাশ হাজার টাকা। দূর্বৃত্তরা কারা কি চায় তারা তাহা ক্ষতিয়ে দেখার জন্য এলাকরে গণ্যমান্য ব্যক্তিগণ সরকারের প্রতি জোর দাবী জানান গতকাল রাতে দূর্বৃত্তরা পোস্ট অফিসে অগ্নিসংযোগ করার পর আমাদের ইলাইগঞ্জ কমর এন্ড ফরহাদ ইসলামিক
একাডেমীর গ্লাস ভাংগার জন্য একাদিক ডিলমেরে অগ্নিসংযোগ করার জন্য।