গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদকের সেচ্ছাচারিতা ও যাইচ্ছে তাই কর্মকান্ডের কারণে সৃষ্ট অচলাবস্থা দূরীকরণের লক্ষ্যে সম্প্রতি
শনিবার সন্ধ্যায় গাজীপুর শিববাড়ী সড়কের একটি চাইনিজ রেস্তুরেন্টে গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যনির্বাহী কমিটি সদস্য ও উপদেষ্টা মন্ডলীর এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ঐক্য ফোরামের উপস্থিত ১৩ সদস্যের মতামতের ভিত্তিতে উক্ত সভায় গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ১৭ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এম এ ফিরোজ লাভলুকে আহবায়ক ও ইঞ্জিঃ মোঃ মাসুদ রানাকে সদস্য সচিব করে গঠন করা আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো: আকরাম হোসেন, মো: কামাল হোসেন বাবুল, মো: মাজহারুল ইসলাম কাঞ্চন, মো: তৌফিক ইসলাম, কাজী মো: আব্দুল মান্নান (অর্থ), মো: রেজাউল করিম মোল্লা (দপ্তর), মো: শাহজাহান খান, বিপুল বৈরাগি (বিপ্লব), অলিদুর রহমান অলি, জাহিদুর রহমান বকুল, শাহনাজ পাটোয়ারী, ফজলুল হক বাদল, মো: দেলোয়ার হোসেন সিকদার, মোঃ জানে এ আলম ও মো: আফজাল হোসেন প্রান্ত। গতকাল শনিবার সন্ধ্যায় নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা এম এ ফিরোজ লাভলুর সভাপতিত্বে গাজীপুর শহরের হাবিবুল্লাহ্ স্মরণিতে অনুর্ষ্ঠিত হয়েছে।
এই আহবায়ক কমিটি আগামী দিনে সংগঠনের সকল অসংগতি দূরীকরণে এবং সংগঠণকে সংবাদকর্মীদের আস্থার ঠিকানা হিসেবে নিশ্চিত করতে কাজ করবে।