মারুফ সরকার, স্টাফ রির্পোটার : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আমান রেজা । এই অঙ্গনে কাজ করছেন নিয়মিত। কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। জিৎ এর সাথে করেছেন সুলতান ছবি । দ্যা স্টোরি অব সামারা তে কাজ করে সবার মন জয় করেছেন । বর্তমান কি কাজ করছেন আর সামনের কাজের পরিকল্পনা নিয়ে কথা হয় আমাদের রির্পোটারের সাথে ।
আমান রেজা বলেন, বর্তমান আমি একটি আনারকলি নামে ইসমত আরার শান্তি আপার একটি সিরিয়াল ৫০০ পর্বের ধারাবাহিক সেটার কাজ চলছে । সেখানে আমি, তারেক এনাম খান স্যার, অরুনা বিশ্বাস,সাবেরি আলম,আহমেদ রুবেল, রোজী সিদ্দিকী, তানজিয়া জুথি,তানভির তনু, রিফাত জাহানসহ আরো অনেকে একই সাথে একই সেটে কাজ করছি । তাছাড়া শতরুপে শতবাগ মিনহাজ কিবরিয়ার পরিচালনায় একটি ছবির কাজ রেডি ।ইফতেকার চৌধুরীর মুক্তি কাজ করছি মিনহাজ কিবরিয়ার আরেকটি ছবি বেইমান ছবিতে । এই ছবি গুলো পাইপলাইনে রয়েছে । এছাড়া ৬৫ টি বিজ্ঞাপনে কাজ করেছি । প্রতি মাসে মিনিমাম ৭ টি বিজ্ঞাপনে কাজ করা হয়। এভাবে কাজ করে যাচ্ছি । এছাড়া আমি মানুষের ভালোবাসায় আটকায় । আর আপনারা যারা দর্শক রয়েছেন বেশী বেশী বাংলা চলচ্চিত্র দেখবেন ।