মুহাম্মদ মুছা মিয়া,মাধবদী, নরসিংদী
২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মাধবদী থানা মহিলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ আগস্ট দুপুরে মাধবদী পৌরসভা হলরুমে এসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা মহিলা আওয়ামিলীগের সভাপতি সুমি সরকার ফাতেমা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা।
সভায় সভাপতিত্ব করেন মাধবদী থানা মহিলা আওয়ামিলীগের সভাপতি ফেরদৌসী আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাধবদী থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমেনা বেগম জোসনা। এসময় আরও উপস্থিত ছিলেন, আকলিমা, কুলসুম, জয়নব, মাসুদা, নাসিমা, শিলা রানী, জুলেখা, নাজমা, আফরোজা, নাসিমা, হেলেনা, লিপি বেগম, সানজিদা, আসুলতা, ফুলমতি, শাহনাজ আক্তার, ফুল বানু, রিনা বেগম।