শনিবার (১৯ আগস্ট) দুপুরে নরসিংদী শিশু একাডেমী মিলনায়তনে এ নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা, মানপত্র পাঠ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক প্রকৌশলী মো. সুজন খন্দকার।
অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. এনামুল হোসাইন’র সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের পরিচালক অহিদ সরকার, প্রতিষ্ঠানের উপদেষ্টা ও আইডিইবি নরসিংদী জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মুশফিকুর রহমান খান আঙ্গুর, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট’র ইন্সট্রাক্টর মাহমুদুল হাসান, বাংলাদেশ তাঁত বোর্ড নরসিংদীর অধ্যক্ষ গোলজার হোসেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রিপন ও নারায়নগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই অতিথি ও নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এসময় নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন প্রতিষ্ঠানের ছাত্র সারওয়ার হোসেন এবং তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার।
বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন তাপসী রানী দে এবং বক্তব্য রাখেন ইসরাত জাহান সুমাইয়া।