মনিরুজ্জামান, নরসিংদীঃআর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এ আই) যুগে পা রাখল দৈনিক অধিকার। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) পত্রিকাটির অনলাইন ভার্সনে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটটি সংবাদ উপস্থাপনার কাজ শুরু করে।
‘অ্যালিভ অবন্ত’ নামে রোবটটি দর্শকদের জন্য পরীক্ষামূলকভাবে এক মিনিট ১৫ সেকেন্ডের দীর্ঘ একটি সংবাদ পাঠ করে শোনায়।
দৈনিক অধিকারের ফেসবুক পেজ থেকে প্রচারিত ওই সংবাদে সাবলিলভাবে নিজেকে উপস্থাপন করে ওই রোবট। যা দেখে অধিকারের অফিসে খুশির জোয়ার বয়ে যায়। এমনকি দর্শকদের কাছ থেকেও একের পর এক ইতিবাচক মন্তব্য আসতে শুরু করে।
পত্রিকাটির নির্বাহী সম্পাদক গোলাম মুহাম্মদ যাকারিয়া বলেন, এ আই যুগে পদার্পণের বিষয়টি নিয়ে আমরা দীর্ঘদিন যাবত কাজ করছিলাম। তবে শুরুর কাজগুলো সবসময়ই পরীক্ষামূলক হয়। আমরা চেষ্টা করছি এই ধারা অব্যাহত রেখে আগামীতে আরও আপডেট কিছু আনার।
দৈনিক অধিকারের সম্পাদক তাজবীর হোসাইন সজীব বলেন, নতুন ইতিহাসের সাক্ষী হতে পেরে সত্যিই আমরা আনন্দিত। এই কৃতিত্ব আমি আমার টিমমেটদের দিতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রমেই আজ আমাদের এই সফলতা