আশরাফুল ইসলাম, নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাগডোব বাজারে সাথী ডিজিটাল স্টুডিও কসমেটিকস ও বস্রালয়ে ডাকাতির ঘটনা ঘটে।
আজ শুক্রবার দুপুর একটা চল্লিশ মিনিটে এঘটনা ঘটে।
সন্ত্রাসী একা একটি এপাচি মটর বাইক নিয়ে তার দোকানের সামনে দাড়ীয়ে বাজারের গতিবিধি দেখে দোকানের তালা ভাঙ্গে, এবং ভেতর থেকে টাকার বান্ডিল এবং দামী আসবাব সোপিস নিয়ে বের হয়।
পার্শ্ববর্তী দোকানদার বিষয়টা ফলো করে এবং লোকজন ডাকার চেষ্টা করলে ডাকাত তার পিস্তল বের করে ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
শুক্রবার জুম্মার নামাজ চলায় বাজারে জনশূন্য পরিবেশে এঘটনা ঘটে।
পরে সিসি টিভি ফুটেজ দেখে সনাক্ত করার চেষ্টা করলেও তা ব্যার্থ হয় । পরে বড়াইগ্রাম থানায় একটা ডাকাতির মামলা দায়ের করা হয়।