শামীম শেখ, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
কালীগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গাজীপুর জেলার শ্রীপুর থানার বর্মী এলাকার মোঃ শফিকুল ইসলাম (৩৮) নামে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
রবিবার (২৫ জুন) কালীগঞ্জ থানার বক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানান কালীগঞ্জ থানার বক্তারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মুর্তিমান আতঙ্ক, সন্ত্রাসীদের গডফাদার, মাদক কারবারি, চাঁদাবাজ ও পুলিশের তালিকাভুক্ত একাধিক মামলার আসামি গাজীপুর জেলার শ্রীপুর থানার হরতকিরটেক গ্রামের মাইন উদ্দিন এবং সমলা খাতুনের পুত্র মোঃ শফিকুল ইসলাম (৩৮) দীর্ঘদিন ধরে কালিগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক বিক্রি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান, পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
কালীগঞ্জ থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ১০০০ (এক হাজার) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ শফিকুল ইসলাম (৩৮) নামে গাজীপুর জেলার শ্রীপুর থানার বর্মী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ীকে বক্তারপুর থেকে গ্রেফতার করে । এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মামলা নং-১৫, তাং-২৫/০৬/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর ১০(ক)/৩৮/৪১