গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় জাঙ্গালিয়া বাজারে ১৮ই জুন রবিবার্ বিশাল গরু ছাগলের হাট অনুষ্ঠিত হয়। বৃষ্টির জন্য ক্রেতা বিক্রেতা কিছু টা বিপাকে পড়ে যায়।
উক্ত হাটে বৃষ্টি বিঘ্নিত দিনেও বাজারের সভাপতি মোঃ সিদ্দিক দর্জি ও সাধারণ সম্পাদক মোশারফ প্রধানের সাথে কথা বললে তারা জানায়, আশানুরূপ গরু ছাগল ও মহিষ বিক্রি হয়েছে। বৃষ্টি না থাকলে আরো অনেক বেশি পশু ক্রয় বিক্রয় হতো । ঈদুল আযহা উপলক্ষে জাঙ্গালিয়া বাজারে প্রতি রবিবারও বুধবার গরু ছাগলের হাট বসবে। বাজারের সার্বিক নিরাপত্তার কথা জানতে চাইলে বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারি শতভাগ নিরাপত্তার কথা নিশ্চিত করেন। ক্রেতাদের মধ্যে কথা বললে জানা যায়, বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুর চাহিদা অনেক বেশি। গরুর ব্যাপারীরা যাতে ভালোভাবে হাটে আসতে পারে এবং ক্রেতা বিক্রেতারা যাতে কোন সমস্যা ছাড়াই গরুর হাট থেকে ক্রয় বিক্রয় করতে পারে সে দিকটা লক্ষ্য রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন হাট কর্তৃপক্ষ।