প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৩, ৬:২৭ অপরাহ্ণ
কালীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবল টূর্ণামেন্টে ট্রাইবেকারে কালীগঞ্জ পৌরসভা বিজয়ী
জাকারিয়া আল মামুন
গাজীপুরের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ-১৭ এর ফাইনাল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৫ই জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা ক্রিড়া সংস্থার সার্বিক সহযোগিতায় কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ-১৭) বালক টুনামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বক্তারপুর ইউনিয়ন একাদশকে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয় হওয়ার গৌরব অর্জন করে কালিগঞ্জ পৌরসভা একাদশ।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি (এমপি)।
এসময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালিগঞ্জ পৌর মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া।
উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পিআইও কর্মকর্তা মনিরুল ইসলাম সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপ-সহকারী প্রকৌশলী বিএডিসি বহ্নি শিখা, কালিগঞ্জ থানার (ওসি অপারেশন) মোঃ সাব্বির হোসাইন, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক , জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান গাজী সারোয়ার হোসেন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ ইব্রাহিম খন্দকার, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম সূর্যদোয় পত্রিকার বিশেষ প্রতিনিধি মো: মুক্তাদির হোসেন, দৈনিক সমকাল পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি আহম্মদ আলী, দৈনিক ঢাকার ঢাক পত্রিকার স্টাফ রিপোর্টার জাকারিয়া আল মামুন, বাংলাদেশ সমাচার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি পারভেজ মিয়া,
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম খন্দকার সহকারী রেফারি ছিলেন, মোহাম্মদ আমির হোসেন মোঃ ইমরান খন্দকার চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ ফরহাদ পাঠান। ধারাভাষ্যকার ছিলেন মো: এন আই বাবু, শরিফ হোসেন এবং জাহাঙ্গীর আহমেদ রন্জু ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন জানান, উক্ত টূর্ণামেন্টে অংশগ্রহনকারী দলগুলো থেকে ১৮জন খেলোয়াড়কে বাঁচাই করে কালীগঞ্জ উপজেলা একাদশ গঠন করা হবে। পরবর্তীতে দলটি জেলা পর্যায়ের খেলায় অংশ নেবে।
টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় তরিকুল ইসলাম ও সর্বোচ্চ গোলদাতা প্রান্ত মন্ডল পুরষ্কার লাভ করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সার্বিক ব্যবস্থাপনায় সর্ব সময় উপস্হিত ছিলেন লিটন আহমেদ, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম আই লিকন ও সাধারন সম্পাদক ওয়াশিম মোল্লা।
এ সময় প্রায় লাখো দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়ারদের উৎসাহ প্রদান করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজিজুর রহমান চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।
Copyright © 2024 D News 24 TV. All rights reserved.