গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলমের দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)মোঃ মাহবুব উজ্জামান এর তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে গতকাল ১০/০৬/২০২৩ তারিখ রাত ১০.৩০ ঘটিকায় এবং রাত ১১.১৫ ঘটিকার সময় টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া কছিমদ্দিন রোড এবং দত্তপাড়া দিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে উপরোক্ত মাদক এবং মাদকের সাথে সম্পৃক্ত মালামাল সহকারে ৩ জন নারীসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোসাঃ আসমা (৪২), পিতা- মোঃ আব্দুল আউয়াল, মাতা: মোসাঃ নাসিমা বেগম, স্বামী- মৃত মামুন, বর্তমান স্বামী- মানিক মিয়া, সাং-ষাটনল, থানা: মতলব উত্তর, জেলা: চাঁদপুর, বর্তমান ঠিকানা: সাং- দত্তপাড়া, কছিম উদ্দিন রোড, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর, ২। মোসাঃ রেশমা (৩৫), পিতা- মোঃ আব্দুল আউয়াল, মাতা: মোসাঃ নাসিমা বেগম, স্বামী- শহিদুল @ মহিদুল, সাং-ষাটনল, থানা: মতলব উত্তর, জেলা: চাঁদপুর, বর্তমান ঠিকানা: সাং- দত্তপাড়া, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর, ৩। মোঃ মানিক মিয়া (৩১), পিতা- মৃত শামসুল হক, মাতা: মোছাঃ নুরজাহান, সাং-গোয়ালের চর (মন্ডল বাড়ী), থানা: ইসলামপুর, জেলা: জামালপুর, বর্তমান ঠিকানা: সাং- দত্তপাড়া, কছিম উদ্দিন রোড, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর, ৪। লিপি আক্তার লিজা (৩০), পিতা- মোঃ আব্দুল আউয়াল, মাতা: মোসাঃ নাসিমা বেগম, স্বামী- মোঃ কামাল হোসেন, সাং-ষাটনল, থানা: মতলব উত্তর, জেলা: চাঁদপুর, বর্তমান ঠিকানা: সাং- দত্তপাড়া, থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর।
আসামিরা দীর্ঘদিন ধরে তার সহযোগীদের সাথে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গী সহ দেশের বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে। আসামিদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা সহ ডিএমপি এর বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।উক্ত ঘটনার প্রেক্ষিতে অদ্য ১১/০৬/২৩ খ্রিষ্টাব্দ দুপুর ১৩.০০ ঘটিকার সময় থানা কনফারেন্স রুমে একটি প্রেস কনফারেন্সে এর আয়োজন করা হয়। উক্ত কনফারেন্সে এডিসি মোঃ হাফিজুল ইসলাম, এসি মোঃ মেহেদী হাসান ও টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো আশরাফুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কনফারেন্সে পুলিশ কর্মকর্তাগণ সাংবাদিক দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তাঁরা বলেন আসামীদের নিকট থেকে ৬ কেজি গাঁজা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ১১ ভরি রুপার অলঙ্কার, ১ টি মোটর সাইকেল, নগদ ২২,৫০০টাকা, বিভিন্ন ব্যাংকের চেক বই সহ বেশ কিছু টিন সার্টিফিকেট ও জমির দলিল উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা আসামীরা পরস্পর যোগ সাজস্যে মাদক ব্যবসা করে ২ টি ৬ তলা বিল্ডিং সহ প্রায় ৩০/৪০ কোটি টাকার সম্পদ রয়েছে। এ বিষয়ে আরো খতিয়ে দেখা হচ্ছে এদের সাথে আরো কেউ জড়িত আছে কি না?