মাদকের ভয়াল থাবায় জাতি আজ বিপর্যস্ত। শতচেষ্টা সত্ত্বেও মাদকের এই থাবা থেকে জাতি বেরুতে পারছে না। কতিপয় মাদক ব্যবসায়ীর অবাধ বিচরণে কিশোরগঞ্জ আজ ক্ষতবিক্ষত। প্রশাসনের শত চেষ্টার পরেও তাদের এই ঘৃণ্য ব্যবসা বন্ধের কোন লক্ষন পরিলক্ষিত হচ্ছে না।
গত ৬ই জুন সকাল পৌনে সাতটার দিকে কিশোরগঞ্জ সদর থানার বড়পুল মোড়ে ভৈরব থেকে ময়মনসিংহ গামী একটি বাসে অভিযান চালিয়ে ২৫কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা ডিবি পুলিশ।
আটককৃত মাদক কারবারিরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার পাইকপাড়া এলাকার মৃত সৈয়দ ভুঁইয়ার ছেলে মোঃ খোকন ভুঁইয়া (৩৮) ও একই এলাকার মৃত মজনু ভুঁইয়ার ছেলে মোঃ সাদেকুল ইসলাম (৩৫) । তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন মাদকদ্রব্য এনে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গোপনে বিক্রি করতো।
গোপন সংবাদের ভিত্তিতে এস আই (নিরস্ত্র) মোঃ রমজান আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক কারবারিদ্বয়কে গ্রেফতার করে তাদের কাছ থেকে ২৫কেজি গাঁজা জব্দ করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত এঅঞ্চলে মাদক সরবরাহ করছে এই মর্মে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে স্বীকারোক্তি প্রদান করে।
পরে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। কিশোরগঞ্জের স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ যুবসমাজকে এই মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার জন্য সকলের ঐক্যবদ্ধ প্রয়াস আজ সময়ের দাবি।