মনিরুজ্জামান, নরসিংদীঃ নরসিংদীতে বিজয় টিভির ১১ বছরে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা শেষে কেক কেটে বিজয় টিভির ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বিজয় টিভির নরসিংদী জেলা প্রতিনিধি আফরোজা সুলতানা মিনা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন।
সামাজিক সংগঠন অণির্বান এর সভাপতি মাহমুদুল হাসান'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ্, নরসিংদী জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ভাস্কর অলি মাহমুদ প্রমুখ।
এসময় শেখেরচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মনিরুজ্জামান ভূঁইয়া, নরসিংদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মনযিল এ মিল্লাত, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সমন্বয়ক মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।