কাজী মোঃ আব্দুল মান্নান : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে নগরীর ৩১ নং ওয়ার্ডের ভাড়ারুল জামতলা গ্রামে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের গাজীপুর মেট্রো সদর থানার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জিকুর নেতৃত্বে গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ওই গণসংযোগ অনুষ্ঠানে যোগ দেন নৌকার প্রার্থী এড. আজমত উল্লা খানের বড় পুত্র বধূ ফাতেমা মতিয়া খান ও গাজীপুর মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিরিন শহিদসহ স্থানীয় ৩১ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে তারা ভাড়ারুল জামতলা বাজারে একটি পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় তারা বলেন- জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা, উন্নয়নের মার্কা নৌকা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মার্কা নৌকা। কাজেই শেখ হাসিনার উন্নয়নকে ধরে রাখতে হলে নৌকার পক্ষে কাজ করতে হবে।
বক্তারা বলেন- এড. আজমত উল্লা খান গাজীপুরে নৌকার কান্ডারী হিসেবে মেয়র পদে প্রার্থী হয়েছেন। তিনি একজন অভিজ্ঞ ও দক্ষ রাজনীতিক। তিনি বিগত ১৮ বছর টঙ্গী পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। কাজেই তার হাতে এই সিটির দায়িত্ব অর্পিত হলে, গাজীপুর সিটিবাসী একটি দুর্নীতিমুক্ত নগরী উপহার পাবেন। বক্তারা ৩১ নং ওয়ার্ড এলাকাসহ সকলের নিকট নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন