জাকারিয়া আল মামুন
গাজীপুর জেলার কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে ১৭০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
৯ই মে মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জনাব উম্মে হাফছা নাদিয়া কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারের ১টি হোটেল এবং অন্য ২টি দোকানে মোবাইল কোট পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ও ৫৩ ধারায় ০১ টি হোটেলকে ১০,০০০/- এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ২০১৬ এর ০৬(১) ধারায় ০২ টি দোকানকে ৭,০০০/- জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলো হল বিসমিল্লাহ টাইলস কে ৫ হাজার, তুলসী এন্টারপ্রাইজ কে ২ হাজার এবং জাহিদ ইকবাল মিষ্টান্ন ভান্ডার কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জনাব উম্মে হাফছা নাদিয়ার সাথে সর্বক্ষন ছিলেন বেঞ্চ সহকারি মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশ এ.এস.আই খলিল এবং সঙ্গীয় ফোর্স ।