মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চকরিয়া দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন চকরিয়া নব প্রজন্ম নুরানী মেধা বৃত্তি পরীক্ষা ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক-৪ কালীগঞ্জে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী কর্তৃক মসজিদে গুলি মুসুল্লিদের প্রতিবাদ চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের পাগলা থানার বলদী খাঁ পাড়ায় নিজ অর্থায়নে রাস্তা পুণঃনির্মান করছেন বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা কাপাসিয়ায় বিজয় দিবসে জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান  কালীগঞ্জে জাতীয়তাবাদী দলের (বিএনপি) র‌্যালির মাধ্যমে বিজয় দিবস উদযাপন কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

সরকারি ড্রাইভার আওয়ামী লীগের পদে আসীন- সীমাহীন দুর্নীতি

D News 24 ডেস্ক : / ৫২ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩, ২:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি গ্যাজেট অনুযায়ী কর্মকর্তা-কর্মচারী বাংলাদেশের প্রচলিত কোন রাজনৈতিক দলের সাংগঠনিক পদে থেকে রাজনীতি করতে পারবেন না। এক্ষেত্রে নিয়মের তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি থানাধীন ১৫ নং ওয়ার্ডের ৩ ইউনিটির সভাপতি দায়িত্ব পালন করছেন সরকারি কবি নজরুল ইনস্টিটিউটের ৪র্থ শ্রেণীর কর্মকর্তা ড্রাইভার মোহাম্মদ বোরহান উদ্দিন। তিনি ৩ নং ইউনিটে দীর্ঘদিন ধরে সহ-সভাপতি, সিনিয়র সহ-সভাপতি বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন।

 

বর্তমান ক্ষমতাশীল রাজনৈতিক দলের ছত্রছায়ায় বাংলাদেশ মেডিকেল হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতাল এলাকায় ভ্রাম্যমান দোকান থেকে নিয়মিত চাঁদা আদায়, মাদক কারবারিদের রাজনৈতিক প্রশ্রয় দেওয়ার মাধ্যমে কামিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। বোরহানউদ্দিনের বিরুদ্ধে থানায় রয়েছে বেশ কিছু অভিযোগ। অভিযোগ থাকলেও থানায় নিয়মিত মাশোহারা দেয়ার ফলে তার বিরুদ্ধে নেওয়া হয় না কোন ব্যবস্থা। তার ওয়ার্ডের জনগণ ও রাজনৈতিক দলের সকলেই জানেন তিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।

নেতাকর্মীদের সাথে প্রায়ই দুর্ব্যবহার করলেও ইউনিটের সভাপতি হওয়ায় তার ক্ষমতার ভয়ে কেউ কিছু বলেন না। বোরহানের বিরুদ্ধে আইজিপি অফিস ও সংস্কৃতি মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আইজিপি অফিসে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

একজন সরকারি কর্মচারী কিভাবে রাজনৈতিক দলের পদে থাকেন এ বিষয়ে কবি নজরুল ইনস্টিটিউটের উপ-সচিব মোহাম্মদ রায়হান কাউসারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি আমাদের অফিসে চাকরি করেন ড্রাইভার হিসেবে। অবশ্যই কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী সরাসরি দলীয় পদে থেকে রাজনীতি করতে পারবেন না। ইতোমধ্যে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ এসেছে তার পরিপ্রেক্ষিতে সরকারি কার্যবিধি মোতাবেক আগামীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সরজমিনে গিয়ে তদন্ত করে দেখা গেছে, দলীয় পদে থেকে কামিয়াছেন কয়েক কোটি টাকা। নিজ অফিসে তেল চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দরিদ্র ও অসহায় ফুটপাতের ব্যবসায়ীরা তার অত্যাচারের কাছে অসহায় ও জিম্মি। যেহেতু পেটের তাগিদে তাদেরকে ব্যবসা করতে হয় তাই তার অত্যাচার মুখ বুজে সহ্য করে যাচ্ছে। ইউনিটের দলীয় নেতাকর্মী ও সাধারণ ব্যবসায়ীরা বোরহানউদ্দিনের পদত্যাগ চান।

 

ধানমন্ডি থানার ১৫ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আমরা সকলেই জানি তিনি একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। দীর্ঘদিন ধরে দলীয় পদে রয়েছেন। সরকারি কর্মচারী হয়ে কিভাবে দলীয় পদে থাকেন এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, যেহেতু এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে আমরা শুনেছি তার দপ্তরে এক্ষেত্রে ঢাকা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক যে ব্যবস্থা নিবেন আমরা সেই ভাবে নির্দেশনা পালন করব। তবে বেশ কিছু অভিযোগ বিশেষ করে দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা বিষয়টা তদন্ত করে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর