সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চকরিয়া দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন চকরিয়া নব প্রজন্ম নুরানী মেধা বৃত্তি পরীক্ষা ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক-৪ কালীগঞ্জে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী কর্তৃক মসজিদে গুলি মুসুল্লিদের প্রতিবাদ চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের পাগলা থানার বলদী খাঁ পাড়ায় নিজ অর্থায়নে রাস্তা পুণঃনির্মান করছেন বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা কাপাসিয়ায় বিজয় দিবসে জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান  কালীগঞ্জে জাতীয়তাবাদী দলের (বিএনপি) র‌্যালির মাধ্যমে বিজয় দিবস উদযাপন কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

সিনেপ্লেক্সে সজলের দাপট, বাড়লো ২০টি শো

D News 24 ডেস্ক : / ৫৯ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ১:১৫ অপরাহ্ণ

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: ঈদ এলে ঢালিউডে উৎসবের হাওয়া লাগে। এবারও তার ব্যতিক্রম হয়নি বলা যায়। বিগত কয়েক বছরের তুলনায় এবার ঈদুল ফিতরে সবচেয়ে বেশি সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। এবারের ঈদে প্রেক্ষাগৃহে ৮টি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। দর্শক-খরার এই সময় গত কয়েকদিনে ছবি দেখতে ভিড় করেছেন প্রচুর দর্শক। ঈদে সিঙ্গেল স্ক্রিন ছাড়াও সব কটি সিনেমা দেখা যাচ্ছে মাল্টিপ্লেক্সে। কেমন চলছে সিনেমা, ঈদের পঞ্চম দিনে এসে জেনে নেওয়া যাক রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোর খবরাখবর।

 

দেশের সবচেয়ে নামকরা মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে অন্যতম স্টার সিনেপ্লেক্স। ঈদে মুক্তিপ্রাপ্ত ৬টি বাংলা সিনেমা প্রদর্শনী হচ্ছে স্টার সিনেপ্লেক্সে সবগুলো শাখায়। গত ৫ দিনের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত এগিয়ে আছে ‘জ্বীন’। তেমনই যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ঈদে মুক্তিপ্রাপ্ত বাকি ৭ সিনেমাকে পাল্লা দিয়ে দাপটের সঙ্গে চলছে ‘জ্বিন’। অনেকে টিকিট না পেয়ে ফিরেও যাচ্ছেন।

 

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘স্টার সিনেপ্লেক্সে ঈদের ৬টি সিনেমা চলছে, সবগুলো ছবির দর্শক মোটামুটি ভালো। যদি র‍্যাঙ্কিংয়ের কথা বলেন সেই হিসেবে ‘জ্বিন’, ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’ খুব ভালো চলছে। এরমধ্যে ‘জ্বিন’ এর দর্শক সংখ্যা বেশি। তবে এবারের ঈদে পজিটিভ দিকটা হচ্ছে ঈদের সবগুলো সিনেমা কিন্তু দর্শক দেখছেন। আমি মনে করি বাংলা চলচ্চিত্রের জন্য খুবই ভালো দিক এটি।

 

যমুনা ব্লকবাস্টার সিনেমাস এর সহকারী মার্কেটিং ম্যানেজার মাহাবুবুর রহমান বলেন, ‘আমাদের যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ঈদের ৭টি সিনেমা চলছে। এরমধ্যে ৩ টি সিনেমা ভালো চলছে। ‘জ্বিন’, ‘কিল হিম’, ‘লিডার আমিই বাংলাদেশ’। ‘জ্বিন’ সিনেমাটি পরিবার নিয়ে বেশি দর্শক দেখছেন ব্লকবাস্টার সিনেমাসে। আর ‘কিল হিম’ স্টুডেন্ট দর্শক বেশি। তবে ‘জ্বিন’ আর ‘কিল হিম’ আমাদের এখানে ১৯/২০ দর্শক বলা যায়। ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটি সব শ্রেনীর দর্শকই দেখছেন। সবমিলিয়ে বলা যায় এবারের ঈদের সব সিনেমা ভালো চলছে। ইতিমধ্যেই ঈদের ছুটি শেষ করে গ্রাম থেকে মানুষ ঢাকামুখি হতে শুরু করেছেন। দ্বিতীয় সপ্তাহে হয়তো দর্শক বাড়তে পারে আরও।’

 

ঢাকার পার্শ্ববর্তী কেরানীগঞ্জের লায়ন সিনেমাস সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ৭টি সিনেমা। লায়ন সিনেমাস এর দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বিবিএস বাংলাকে বলেন, আমাদের হলে সবগুলো সিনেমা চালাচ্ছি। কিন্তু এর মধ্যে ‘জ্বিন’, ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’ এই তিনটি সিনেমা টিকিট বিক্রিতে এখন পর্যন্ত এগিয়ে আছে। সময়ের সঙ্গে সঙ্গে বাকি সিনেমার টিকিট বিক্রিও বেশ বাড়ছে। আমরা আশাবাদী সবগুলো সিনেমায় ভালো দর্শক পাবো।

 

‘জ্বিন’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, ‘জ্বীন’ সিনেমার মাল্টিপ্লেক্সগুলোতে ঈদের প্রথম দিন শোয়ের সংখ্যা ছিল ১৩টি। সপ্তাহ না ঘুরতেই, ‘জ্বীন’ ছবির শো এর সংখ্যা বেড়ে আজ দাঁড়িয়েছে ৩৩টি। ঈদের ৮টি সিনেমার মধ্যে ‘জ্বীন’ শো সংখ্যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি, হল সংখ্যার তালিকায়ও শীর্ষে জ্বিন। যে হারে জ্বীন সিনেমার দর্শক বাড়ছে, আমাদের বিশ্বাস সামনের সপ্তাহে শো এর সংখ্যা আরও বাড়বে। সবই হয়েছে দর্শকের ভালোবাসার জন্য।

 

সাইকো থ্রিলার গল্পের ‘জ্বিন’ সিনেমাতে একজন ফ্যাশন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল। আর মোনালিসা চরিত্রে অভিনয়ে আছেন পূজা। এবারই প্রথম জুটি বাঁধলেন এই দুই তারকা। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাদের চৌধুরী পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হিরা প্রমুখ।

 

জানা যায়, ‘জ্বীন’র প্রতিটি শো-ই হাউজফুল। শুধু তাই না, টিকিট সংগ্রহের জন্য সিনেপ্লেক্সগুলোতে লম্বা লাইনও দেখা যাচ্ছে। আর সে কারণে দারুণ খুশি এর প্রযোজক আব্দুল আজিজ, নির্মাতা নাদের চৌধুরী ও অভিনয় শিল্পী আব্দুন নূর সজল, পূজা চেরিসহ সংশ্লিষ্টরা।

 

উল্লেখ্য, এবারের ঈদে সবচেয়ে বেশি হলে মুক্তি পেয়েছে তপু খান পরিচালিত শাকিব খান-শবনম বুবলী অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিটি। এরপর দ্বিতীয় হল সংখ্যা বেশি পেয়েছে বাপ্পী-জাহারা মিতু অভিনীত ‘শত্রু’ ছবিটি। তৃতীয় পূজা চেরি-সজল অভিনীত ‘জ্বীন’। ৪র্থ অনন্ত জলিল-বর্ষা অভিনীত ‘কিল হিম’ সিনেমা। ৫ম আদর আজাদ-বুবলী অভিনীত ‘লোকাল’। ৬ষ্ঠ অপু বিশ্বাস ও জয় চৌধুরী ‘প্রেমপ্রীতির বন্ধন’। ৭ম রোশান-ববি অভিনীত ‘পাপ’। সবচেয়ে কম হল পেয়েছে ইয়াশ রোহান-ঐশী অভিনীত ‘আদম’ ছবিটি।

সংবাদটি শেয়ার করুন :


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর