মারুফ সরকার ,স্টাফ রিপোটার : সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মডেল ও অভিনেত্রী মৌমিতা।
২০ শে এপ্রিল বৃহস্পতিবার একটি শুভেচ্ছা বার্তায় তিনি বলেন-
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আর সে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মাহবুবুজ্জামান আহমেদ বলেন,দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে সমাজের ধনী-গরীব ধর্ম-বর্ণ, গোত্র, জাতিগোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার আহবান জানান।
কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু স্মৃতি নিরবে কেদে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
” ঈদ মোবারক ”
মৌমিতা আরো বলেন- মহান আল্লাহ যেন আমাকে আজীবন দেশ ও মানুষের সেবা করার তৌফিক দান করেন। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করে নেতাকর্মীদের তার পাশে থেকে তাকে সহযোগিতা। এছাড়া এই ঈদে আমার কিছু নাটক আসবে আপনারা ঘরে বসে সেগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।