জাকারিয়া আল মামুন
সিয়াম সাধনার মাস রমজান মাস, রমজান মাস অনেক পূন্যের, ত্যগ মহিমার মাস। হাদিসে বর্নিত আছে এই মাসে ১ টাকা দান করলে ৭০ গুণ সোয়াব পাওয়া যায়।
এরই ধারাবাহিকতায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন এর নারগানা গ্রামের মরহুম আহাদ আলীর ছেলে ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার সাাংবাদিক জাকারিয়া আল মামুনের বাড়িতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়। কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের অন্তর্গত ৮নং ওয়ার্ডের নারগানা গ্রামের প্রায় ২০০টি অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন।
জাকারিয়া আল মামুন এর সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন স্বপন, সভাপতিত্ব করার কথা থাকলেও জামালপুর ইউনিয়ন এর সফল চেয়ারম্যান খাইরুল আলম শারীরিক অসুস্থ থাকায় কারণে উপস্থিত হতে পারেনি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বাহাদুরশাদী ইউনিয়নের সাবেক মেম্বার রাফিজ উদ্দিন।
পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলোয়াত করেন, মাওলানা মুফ্তি গাজী রুহল আমিন। আলোচনা শেষে সকল মৃত্যু ব্যক্তিদের উদ্দেশ্য দোয়া পরিচালনা করেন নারগানা একরাাম জামে মসজিদ এর ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি সাঈদুল ইসলাম ফতেহপুরী, অনুষ্ঠান শেষে ইফতার এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জাকারিয়া আল মামুনের মা রাজিয়া বেগম, ছেলে আহনাব আমিন মাহিদ, মেয়ে মাহবুবা ইসলাম মায়া, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, দৈনিক আমার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ফরিদ উজ্জামান, দৈনিক সমচার পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি পারভেজ, দৈনিক চৌকস পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, দৈনিক ঘন্টা পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি শামীম প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক জাকারিয়া আল মামুন বলেন, আমরা বিগত ৪\৫ বছর যাবত ব্যক্তিগতভাবে আপনাদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে যাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে তারই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব আপনারা দোয়া করবেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলার চাওল, লাচ্ছি সেমাই, পাউডার দুধ, সয়াবিন তেল, চিনি, সাবান, পিয়াজ, আলু এবং নুডুস।